Sad Quotes in Bengali | 1500+ Sad Shayari in Bengali

Quotes

Express your sad heart feelings with our Sad Quotes in Bengali, Sad Status in Bengali & Sad Shayari in Bengali. Sadness is a natural human emotion. Like other emotions, sad feelings come and go. Its hard to forget someone, the pain of breakup is unbearable.

Sad Quotes in Bengali

জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?

তোমার দু হাত জুড়ে আজ কবিতা লেখা,
মেহেদির মতো রং আজ সারা বেলা,
স্বপ্নের ছোয়া লাগছে যেন আজ চাঁদে,
তবু চাঁদ তো আজ অনেক দূরে,
তাই তোমাকে মনে পরে।

sad quotes in bengali

হাজারো বেস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলি দেখো দুটি আঁখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শুনাই
আমি এখন ভাবছি তোমায়।

আমি হটাৎ শুনলাম কেউ আমার
কানেকানে তোমার কথা বলছে,
তাকিয়ে দেখলাম কেউ নাই! তারপর আমি বুঝলাম,
ওটা তো আমার হৃদয় বলছে: আই মিছ ইউ।

alone sad quotes bengali

কার বেশি ভুল ছিল জানিনা, হয়তো তোমার,
নয়তো আমার, একাকিত্ব আর নীরবতা কে সাক্ষী
রেখে এতটুকু বলতে পারি আজও অনেক মিস করি তোমায়।

হৃদয়ের মাঝে তুমি দিয়েছো দোলা,
তোমাকে কখনো যায় কি ভোলা,
তাইতো আমি তোমায় মিস করি সকাল সন্ধ্যা বেলা।
~আই মিস ইউ~

sad bengali status

একটি মানুষের একটি মন, কেউ পর কেউ আপন,
কেউ কাছে কেউ দূরে,কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, কেন তুমি অনেক দূরে?

নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!

sad shayari in bengali

যখন তোমাকে খুব মিস করি,
তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,
জানি সেখানে তোমাকে দেখবোনা,
বাট এই ভাবে সান্তনা পাই যে দুজনে
এক আকাশের নিচে তো আছি!

আজ আমি অনেক সুখী,
সুখী আমার মন যে নাকি দুঃখ দেবে হারিয়ে সে জন,
সে এখন অনেক সুখী অন্য জনের বুকে,
কিন্তু তাকে করছি মিস অশ্রূ ভরা চোখে।

sad caption bengali

Sad Shayari in Bengali

জোসনা ভরা গভীর রাতে, কথা বলি চাঁদের সাথে,
চাঁদকে বলি চুপটি করে, যাবি তুই জানের ঘরে,
গিয়ে তুই বলবি তারে, তার কথা খুব মনে পরে।

শিশির ভেজা ভোরে, রোদেলা দুপুরে, বিষন্ন সন্ধ্যায়,
একাকী রাতে, মনের অজান্তে যদি মনে পরে আমায়,
ভেবে নিও আমিও ভাবছি তোমায়।

sad quotes of life in bengali

আজও কি ভাবো আমায়? আমি আজও ভুলিনি তোমায়,
মেঘে ঢাকা চাঁদের মতো, স্বপ্ন আমার ছিল যত,
ভেঙেছো হৃদয় নিজের হাতে, কষ্টরা তাই আমার সাথে,
দিবা রাত্রি করছে খেলা,
স্বপ্নহীন জীবন হৃদয় এখন তোমায় ছাড়া।
মিস ইউ

তোমাকে দেখেছি রোদ্র ভরা দিনে,
s তোমাকে দেখেছি বৃষ্টি ভেজা দিনে,
তোমাকে দেখেছি জোস্না ভরা রাতে,
এই দিনগুলো ঘুরে ঘুরে আসে,
এর আমি তোমাকে মিস করে যাচ্চি বাড়ে বাড়ে।
~আই মিস ইউ~

sad bangla quotes

কখনও ভাবিনি আকাশ এতো নীল কেন?
সাগর এতো গভীর কেন? ফুল এতো সুন্দর কেন?
শুধু ভেবেছি কাছের মানুষকে এতো মিস করি কেন?

জানালার পাশে দাঁড়িয়ে আকাশের
দিকে তাকিয়ে হাত দুটি দে বাড়িয়ে,
বৃষ্টির ফোঁটা যখন পড়বে তোর হাতে,
ভেবে নিস আমি এসেছিলাম বৃষ্টির সাথে তোর কাছে।
~মিস ইউ~

sad status in bengali

পরাজিত মনটা তোমাকে ভাবতে
ভাবতে কখন যেন কোথাও হারিয়ে যায়,
যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না।
~আই মিস ইউ~

এখনো তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখনো তুমি আছো আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি,
এখনো আমি লোকালয় ছেড়ে নির্জনতায় তোমাকেই খুঁজি।
~আই মিস ইউ~

emotional sad quotes in bengali

খুব দূরে হারিয়ে গেলে একটু খুঁজবে কি আমায়,
অনেক দিন দেখা না হলে একটু ভাববে কি আমায়,
আর কোনো দিন ফিরে না আসলে মনে রাখবে কি আমায়,
খুব মিস করছি আমি তোমায়।

গোলাপ দিলাম না শুকিয়ে যাবে বলে,
স্বপ্ন দিলাম না ভেঙে যাবে বলে,
কষ্ট দিলাম না বেথা পাবে বলে,
শুধু দিলাম ১ টি এস.এম.এস.
আমাকে মনে রাখবে বলে।
~আই মিস ইউ~

bengali sad quotes

Alone Sad Quotes Bengali

যখন তোমাকে মনে পরে তখন তাকিয়ে থাকি আকাশের দিকে,
ভাবি তুমি দূরে গেলেও এক আকাশের নিচে তো আছি,
জানি কখনো ফিরে আসবেনা তারপরও তোমার আশায় পথ চেয়ে থাকি,
ভীষণ মিস করি তোমাকে।

আই মিস ইউ অতটুকু, ইউ মিস মি যতটুকু,
আই মিস ইউ তখন, ইউ মিস মি যখন,
জানি না ইউ মিস মি কতক্ষন,
বাট আই মিস ইউ সারাক্ষন।

bangla sad shayari

জীবনটা তোমার মনটা আমার,
বাগানটা তোমার ফুলটা আমার,
ভালোবাসা তোমার হৃদয়টা আমার,
সিমটা তোমার এস.এম.এস. টা আমার,
লিখবো আমি পড়বে তুমি।
~আই মিস ইউ~

কেন তুমি স্বপ্নে এসে ভেঙে দাও ঘুম?
s কেন তুমি কাঁদাও আমায় রাত্রি নিঝুম?
কেন আসো বার বার মনের আঙিনায়?
সত্যি কি বুঝোনা কতটা মিস করি তোমায়!

সাগরের বুকে আছে হাজার ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য আলো দিবে যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন।
~আই মিস ইউ~

ও প্রাণ পাখি আছো কোথায়? আমার মন যে খুঁজে তোমায়,
তোর দেখা না পেলে মনটা হচ্ছে দিশে হারা,
করছি শুধু মিস একবার দেখা দিস।

যদি প্রিয়জন ভাব, ভুল বুঝোনা আমায়,
s যদি আপনজন ভাব, দুঃখ দিও না আমায়,
যদি বন্ধু ভাব, ভুলে যেওনা আমায়।
~আই মিস ইউ~

দূর আকাশের মেঘের ফাঁকে হারিয়ে যদি যাও,
সেথায় যদি রূপ কথাতে নতুন বন্ধু পাও,
হাসতে হাসতে দেবো বিদায় বলবো ভালো থেকো,
সুখে থাকার অন্তরালে আমায় একটু মনে রেখো।

আমি চাইনা কেউ আমাকে ভালোবাসুক,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
আমার হৃদয়ের দরজা যেন ভিতর থেকে কেউ খুলে দিক,

তুমি কি পারো না আমায় একটু খুঁজতে?
তুমি কি পারো না আমায় তোমার সঙ্গী করতে?
পারোনা বন্ধু ভেবে একবার বলতে আই মিস ইউ!

একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?

Sad Status in Bengali

মনের মায়া বড় মায়া, আমি সেটা বুঝি,
তাইতো আমি বারে বারে, শুধু তোমায় খুঁজি,
ভালো যদি বেসে থাকো, কাছে আমার আসো,
আগেরই মতো করে আমায় ভালোবাসো।

টিপটিপ বৃষ্টিটা অভিমান ঝরছে,
ঝুম ঝুম শব্দে কি জানি বলছে,
রিমঝিম হৃদয়টা উদাস কেন হচ্ছে,
বৃষ্টি ভেজা মনটা তোমাকেই মিস করছে।

আমি যতই বেস্ত থাকি, তোমার কথা মনে রাখি,
খুলে দেখো দুটি আঁখি, নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সব গেয়ে শোনায়, আমি মিস করছি তোমায়।

আকাশ অভিমান করলে বৃষ্টি হয়,
যদি অভিমান করলে বন্যা হয়,
চাঁদ অভিমান করলে অমাবস্যা হয়,
আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয়।

হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন!

মনে কষ্ট নিয়ে বসে আছি আমি,
ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি।
তুমি কেন এভাবে কাঁদালে আমায়,
সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!

সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন,
আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে,
তাইতো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে।

আজও ভালোবাসি তুমি আছো বলে,
s আজও এস.এম.এস. করি তুমি পড়বে বলে,
আজও আশায় আছি তোমায় পাবো বলে,
a আজও অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে।

ভালোবাসার মানুষ এতো ভালো কেনো যে কোনো
কিছু চাওয়ার আগেই দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা দেয়!

সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।

যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে
ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।

Sad Caption Bengali

ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি ?
ইচ্ছে হলেই তো আকাশ তার জমে
থাকা কষ্ট গুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে ।
কিন্তু মানুষ? কিছু মানুষ আছে যারা জমে
থাকা কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না ।
বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে থাকে ।
আর সেই কষ্ট গুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই ।

এমন নয়যে তোমার কথা মনে পরে না,
ঘটনাটা হলো আমি তোমায় সেটা বলি না,
তুমি হলে আমার জন্য আমার জীবন,
কিন্তু তুমি বোঝোনা তাই আর বোঝায় না।

ভালোবাসার মানুষের দেয়া সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়ার কষ্টটা।

কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন!
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি!

এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,
তা বোঝার মত কেউ নেই ।

সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।

পারলে আমার সব কিছু ফেরত দিয়ে দাও,
তোমার দেয়া কষ্টগুলো তুমি নিয়ে যাও,
আর পারছিনা কষ্ট সইতে সকাল কিংবা রাত,
যুদ্ধ করে ক্লান্ত আমি তোমার স্মৃতির সাথে।

কষ্ট আমার বুক ভরা, কষ্ট আমার মনে।
কত কষ্ট এই মনে কেউ কি তা জানে?
কষ্ট আমার হাসিতে গো কষ্ট আমার কান্নায়,
তাইতো আমি দিবা রাত্রি ভাসছি কষ্টের বন্যায়।

যদি জানতাম তোমার কষ্টের কারণ হবো আমি,
তোমার এক ফোটা অশ্রূর কারণ হবো আমি,
তবে সত্যি বলছি কখনোই আসতামনা তোমার জীবনে,
শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায়।

ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।

বেঙ্গালি দু: খিত উদ্ধৃতি

এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সে তো আছে বেশ সুখে,
আর আমার কথা ভুলেই গেছে।

তোকে ভালোবাসি তা বলার
হয়তো হাজারটা উপায় আছে,
কিন্তু তোকে কতটা ভালোবাসি,
তা বোঝানোর কোন উপায় নেই।

তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি,
হয়তো জানোনা, জানবেই বা কি করে,
তুমিতো কোনো দিন আমাকে বোঝার চেষ্টা করো নি,
একবার ভালোবেসে দেখো,
তোমার জন্য আমার জীবনটা দিতে পারি।

বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে।
ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল।
তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়,
অনেক কষ্টের। আর এই কষ্টের কারন হলে তুমি.
কেনো দিলে আমাকে এতো কষ্ট?
আমি তো তোমাকে দেই নি,তবে তুমি
যেন ভাল থাকো অনেক সুখে থাকো।

তোকে ছাড়া কষ্টে কাটে দিন,
খুজবি আমায়, বুজবি সেদিন,
বাজবে যেদিন আমার মরন বীন!

বেদনার পাখি একা একা বসে আছে,
নীরবে নীরবে শুধু তোমার কথা ভাবে,
কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে,
সবটা কি আমার ভুল ছিল,
তোমার কি কোন ভুল ছিল না?

নয়ন ভরা অশ্রূ আমার, দুঃখ ভরা মন,
এমন জীবন দেখলে বন্ধু, কে হবে আপন।
ভীষণ একা আছি আমি, থাকবো জনম ভোর,
যাকে আমি আপন ভাবি সে হবে পর।

সব সময় নিজেকে অনেক এক ভাবি,
কারণ জানি পাশে থাকার মতো কেও নাই,
মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি,
পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা।

জীবনে কখনো দুটি জিনিস নষ্ট করতে নেই,
একটি হৃদয় অন্যটি সম্পর্ক,
হৃদয় নষ্ট হলে মানুষ একবারে মোর যায়,
সম্পর্ক নষ্ট হলে মানুষ তিলে তিলে মরে।

এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না!

জানিনা কেন আমার এমন হয়!
কেন তোমায় নিয়ে আমি এত স্বপ্ন দেখি!
আমি জানি আমি তোমায় কত ভালোবাসি!
জানিনা কেন এত তোমায় মিছ করি!

Sad Quotes of Life in Bengali

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা হারিয়ে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে।

ভুলতে পারি তোকে আমি যেদিন যাবো চলে,
এই পৃথিবী ছেড়ে যাবো নীল আকাশের কোলে,
ভাবি সেদিনই গেলো, বেশ হয়েছে যাক,
জ্বালাতনের পাগলটা নীল আকাশেই থাকে।

পৃথিবীর অনেকে হয়ত তোমাকে কষ্ট দিয়েছে,
তবে সময়ের পরিবর্তনে তুমি তা ভুলে গেছ ।
কিন্তু তোমার প্রিয় মানুষটার
দেয়া কষ্ট তুমি এখনো ভুলতে পারনি,
কারন তুমি এই মানুষটা থেকে কখনো কষ্টের আশা করো নি।

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে,
কেউ তোমার সাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয় একা একা!

পাথর চাপা কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম,
সেইতো আছে বেশ সুখে
আমার কথা ভুলেই গেছে,
তবু বলি, ভালো থাকো তুমি

কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন,
s কিছু আশা ভেঙে যায় নীরবে,
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় একান্ত গোপনে,
a কিছু মানুষ দূরে হারায় না বলে।

আমি তোমায় ভেবে ভেবে রাত করি পার,
তোমার কাছে পেলাম শুধু কষ্ট উপহার,
ভেবেছিলাম তুমি আমার মন বাগানের ফুল,
সেটাই ছিল জীবনের বিরাট বড় ভুল।

যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে তাকি…
জানি সেখানে তোমাকে দেখতে পাবো না,
কিন্তু এই ভেবে শান্তনা পাই যে
দুজনে তো একই আকাশের নিচে আছি।

এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবু এক চোখের কিছু হলে,
আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারেনা।

প্রেম করিনি কষ্ট পাবার ভয়ে,
কাউকে মন দেয়নি মনের মানুষ পাইনি বলে,
আজ এক আছি আমি সেই
স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে।

জীবন তোমাকে হেরে
যাওয়ার জন্য শত কারণ দেখাবে,
তুমি বুকে হাত দিয়ে জীবনকে
হাজার কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার।

অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মতো দুই
একজন থাকলেও তা বোঝার মতো কেউ নাই।

Sad Bangla Quotes

আমি সেই পাখি যার বাসা নেই,
s আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই,
আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ
যার একটা মন আছে কিন্তু বোঝার মত কেউ নেই।

শুভেচ্ছা জানাই তোমাকে, কষ্ট দেওয়ার জন্য।
তোমার এ কারণে আমার জীবন হলো ধন্য।
তোমার কষ্ট পূজা করে, আমার বুকের মাঝে,
জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে।

সাথী হয়ে থেকো তুমি এই মনের ঘরে,
ভালোবাসার পরশ দিয়ে রাখবো যত্ন করে,
ফুলে ফুলে সাজিয়ে দিবো তোমার জীবন।
তুমি শুধু আমার দিও সুন্দর একটা মন।

কষ্টের সাথে যাদের বসবাস রাতটা তাদের
জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে,
সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও,
রাতে যেন কোনো ভাবেই ঠেকানো যায়না,
বুক ফেটে কষ্টগুলো বের না হলেও,
চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু।

কি অপরাধ ছিল আমার?
খুব বেশি ভালোবেসেছিলাম,
ইটা কি ছিল অপরাধ?
কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে এ রকম?

ভালোবাসায় শুধু কষ্ট আর কষ্ট,
এখানে সুখের চেয়ে দুঃখটায় বেশি থাকে।

তোমাকে কাঁদিয়ে যদি কেউ হাসে,তাহলে
সেটা তোমার ব্যার্থতা নয়,সেটা তোমার সফলতা।
কারন সে তোমার জন্যই হাসছে,নিজের জন্য পারেনি.

প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে
বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি,
প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায়
যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।

খালি হাতে এসেছি, খালি হাতে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো,
বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়,
ক্ষনিকের মেলা-মেশা সবি আভিনয়।

যারা খুব সহজে মানুষকে
বেশি আপন করে নেয়
তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়
চোখের জলটা তাদেরই বেশি পড়ে!

আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম,
বৃষ্টিতে ভিজে গেলো,
আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেলো,
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম,
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে!

Depression Quotes in Bengali

হাসি সবসময় সুখের অনুভূতি বুঝাই না,
ইটা মাঝে মাঝে এটাও বুঝাই,
আপনিকোটটা বেদনা লুকাতে পারেন।

গল্প লিখা যায় মনের ভাষা দিয়ে,
কবিতা লিখা যায় মনের আবেগ দিয়ে,
দুঃখ দেখানো যায় অশ্রু দিয়ে,
কিন্তু তোমাকে যে মিস করছি,
তা বুঝাবো আমি কি দিয়ে?

কতদিন হয়না কথা বন্ধু তোমার সাথে,
মনে পরে তোমার কথা সকাল, সন্ধ্যা, রাতে,
ইচ্ছা করে এক পলক দেখে আসি তোমায়,
তুমি কি একটুকু মিস করো না আমায়।

আকাশের নীল সীমানায় খুঁজি তোমায়,
রাতের গভীর নির্জনে মনে পরে তোমায়,
বৃষ্টি ভেজা দিনে খুব মিস করি তোমায়,
কেন তুমি হারিয়ে যাচ্ছ দূর অজানায়?

কি নিষ্ঠুর তুমি, কেমন তোমার মন,
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন,
মনে কি পরে না একটুও আমাকে,
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে?

যখন সময় পাই, তখন মনে হয় আমি যার কথা
এতো ভাবি সে কি আমার কথা একবারের জন্য ও ভাবে?

আমি তোমাকে ছাড়া বাঁচবোনা বলেছিলে হাজারবার,
স্বার্থপরের মতো ঠিকই বেঁচে আছো,
আর আমি ধুঁকে ধুঁকে মরছি বাড়ে বার।
তবুও যদি কোনো দিন পরে আমায় মনে,
তবে চলে এসো তুমি, বাসবো ভালো সেই পুরোনো অনুভবে।

অনেক দিন হয়না কথা, বন্ধু তোমার সাথে,
ভাবি শুধু তোমার কথা সকাল সন্ধ্যা রাতে,
মন চাই একটি পলক দেখে আসি তোমায়,
তুমি কি কখনোও মিস করোনা আমায়।

মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ,
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমায় মিস করছি হাজার কাজের ফাঁকে।

হারিয়ে আর যাবো কোথায় তোমার কাছে আছি,
হয়তো দূরে তবুও যেন মনের কাছাকাছি।
ভুলে গেছি বললে কি তোমায় ভোলা যায়?
সারাক্ষন এই মন মিস করে তোমায়।

Sad Quotes in Bengali about Love

মন খারাপের দিনগুলো
খুব দীর্ঘ হয়
আর সেই দিন গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না!

নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়,
সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় ।
আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না,
স্বার্থের জন্যে আসে কাছে, মনে অন্য আশা ।
স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে ।

মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়,
কারণ জেক ছাড়া আপনি চলতে পারবেননা,
বা বাঁচতে পারবেননা ভাবছেন,
সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।

ভালোবাসা সপ্নীল আকাশের মতো সত্য,
শিশির ভেজা ফুলের মতো পবিত্র,
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বেস্ততার কাছে অবহেলিত।

তুমি বলেছিলে পৃথিবী বদলে
গেলেও বদলাবেনা তুমি,
সেই কথা বোকার মত বিশ্বাষ
করে ছিলাম আমি,
আজ পৃথিবী ঠিকই আছে
শুধু বদলে গেছো তুমি।

মনে রাখবো তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাকো যতদিন।
তোমাকে নিয়ে গড়বো স্মৃতির ঘর,
যদিও তুমি হয়ে গেছো আমার পর,
তবুও মিস করবো তোমায় জীবনভর।

তোমায় ভালোবাসি বলে, তোমার দেয়া কষ্টগুলো ভালো লাগে।
s তোমায় ভালোবাসি বলে, ভালো লাগে অপেক্ষার প্রহর গুনতে,
তোমায় ভালোবাসি বলে, স্বপ্নে বিভোর থাকতে ভালো লাগে।
শুধু তোমায় ভালোবাসি বলে, জেনেছি জীবনের অর্থ মানে তুমি।

এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে.
এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো।
কারন, এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যাথা লাগে.
আর, এক ফোঁটা চোখের জল হৃদয় চিড়ে বের হয়।

তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই ।
আর বৃষ্টি হলেতো মনকে ধরেই রাখতে পারি না ।
মনের জমানো সব কষ্ট বৃষ্টির
ফোঁটার সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে চায় ।
আজ ও সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে কেমন যানো
একটা গভীর সম্পর্ক তৈরী করে ফেলেছি নিজের অজান্তেই ।
তাই তো বৃষ্টির পানির সাথে মিশে
একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি !

Sad Quotes of Love in Bengali

আমার তুমি অনেক আপন,
থাকবে তো আমার পাশে সারা জীবন,
তুমি যদি ভাঙো এ মন ,
ভাবিনি কখনো করবে এমন,
যদিও এমন করো,
তারপরও তুমি আমার জীবন।

আমি যদি মরে যাই তোমার আগে,
এক মুঠো মাটি দিও বন্ধুত্বের টানে,
সবাই যদি কাঁটা দেয়, তুমি দিও ফুল,
তখন আমি মনে করবো
তোমায় ভালোবেসে করিনিতো ভুল।

আমি থাকবো কালো মেঘের আড়ালে,
কষ্ট নিওনা কখনো বৃষ্টি ঝরলে,
জোসনা রাতে নদীর জলে গিয়ে দেখবে মোর ছবি,
ভাসছি নীল আকাশের চাঁদ হয়ে।

ভালোবাসা শব্দটি শুনলেই যদি তোমাকে মনে
পরে তাহলে আজও বলবো তোমাকে ভালোবাসি।
আজও তোমায় নিয়ে দেখা কতগুলো স্বপ্নকে মিস করি।
আজও একটা ফোন কল এর অপেক্ষা করি,
তোমার হ্যালো বলা কণ্ঠটা মিস করি,
আজও মিস করি তোমায়।

এই পৃথিবীতে কেউ কারো আপন নয়,
স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে।
কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়।

ভুলতে পারবেনা হয়তো মোরে,
আজ যে তুমি রয়েছো দূরে,
হতেই পারি আমিযে পর, তাইতো আজ শুন্য ঘর,
যতই তুমি যাওনা দূরে, থাকবে আমার হৃদয় জুড়ে।

হয়তো তুমি বাসবে ভালো যে দিন আমি থাকবোনা,
শান্ত হয়ে ঘুমিয়ে যাবো আর কোনোদিন জাগবোনা,
ভালোবেসে ডাকবে তখন কাছে আমি আসবোনা।

অতিরিক্ত মন খারাপ হলে মানুষ
একেবারে নীরব নিথর হয়ে যায়,
একা থাকতে ভালোবাসে।
কারণ তখন তার সমস্যাকে
কেউ নিজের মতো করে দেখে না,
বা মূল্যায়ন করে না, তাই মন খারাপের
বেলায় একাকিত্ব হয় মানুষের সঙ্গী।

এমন কাউকে জীবন সঙ্গী করো যে
তোমাকে ছাড়া তার জীবনে দ্বিতীয়
কোন ব্যক্তির কথা ভাবতেও পারে না।

Sad SMS in Bengali

তোমার জন্য আমি আর কাঁদি না।
কাঁদলেও চোখের পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও কষ্ট হয়না,
কষ্ট হলেও আমি আর তোমাকে ভালোবাসি না ।
ভালবাসলেও তোমাকে বলবো না,
জানি বললেও তুমি শুনবেনা,
শুনলেও তোমার কিছুই আসে যায় না।
কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব।

কিছু স্বপ্ন স্বপ্নই রই,
s কিছু হাসি মুখে রই,
কিছু কষ্ট বুকে রই,
a কিছু কথা মনে রই,
কিছু দুঃখ ভোলার নয়,
জীবনটা কি এই রকম হয়!

চিরদিনই আঁধারে এই জীবন কেটে গেলো,
কেউতো কখনো প্রদীপ হাতে কাছে কাছে আসেনি,
দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে,
আমার ঘরে আলো কখনো আসেনি।

জীবন মানে নতুন সুখ একটু মিষ্টি হাসি,
a জীবন মানে মনের মাঝে স্বপ্ন রাশি রাশি।
s জীবন মানে দুঃখ যত সবটা ভুলে যাওয়া,
জীবন মানে সব হারিয়ে কাউকে কাছে পাওয়া।

রেখে গেলে নখের আচড় বুকের আশপাশে,
d রেখে যাওয়া অনেক কথা মনে জমা আছে,
s রেখে গেলে আদর বেলায় কাচের চুড়ি,
রেখে যাওয়া আগুনে আজ একাই আমি পুড়ি,
আমার সাথে ঘুমিয়ে থাকার করে দিয়ে ইতি,
যাবার সময় রেখে গেলে অনেক গুলো স্মৃতি।

সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা,
কাছে এসে উঁকি দেয় ধরা দেয় না।
জীবনে সুখ নামের নদীতে পাইনি কোন কূল,
আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকাই বড় ভুল।

অচেনা একটি পথ, তবে কেন হাটছি?
s অচেনা একটি মানুষ তবে কেন দেখছি?
অচেনা কিছু আবেগ নিয়ে কেন এতো স্বপ্ন দেখি?
সব যদি অচেনা হয় তবে কেন এতো ভাবছি?

এখন আমি শুধু একা
এই একাকীত্ব
জীবনের পথ বড় বেশি আঁকা-বাঁকা,
যেতে হবে আমায় একা একা,
দুঃখ নেই তাতে তুমিতো ভালো আছো,
তা দেখেই চলে যাবে আমার
সারাটা দিনের মেঘলা
আকাশ বৃষ্টি.

সব সময় নিজেকে খুব একা ভাবি,
কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই ।
মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,
পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা।

Sad Shayari Bangla

চলেই যদি যাবে তবে কেন এসেছিলে,
আমার সাজানো জীবনে,
ভালই তো ছিলাম একা
একা একাই পথ চলতে শিখেছিলাম,
চলছিলামও বেশ ভালই,
হটাৎ করেই জীবনে এলে তুমি,
স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে,
মাঝখানে এলোমেলো করে দিয়ে আমার
সাজানো পৃথিবীটাকে।

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয়না..
জীবনে একটা কথা মনে রেখো,
কাও কে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।

তুমি আমার জীবন, জোস্না ভরা আলো,
জানো কি তুমি, বেসেছি তোমায় কত ভালো।
তোমার চোখে রেখে চোখ, অশ্রূ আমার ঝরে।
তোমার বুকে মাথা রাখলে, মনটা আমার ভোরে।

মানুষের মুখের ভাষা যখন
অসহায় হয়ে যায়
তখন চোখের পানি
কথা বলে।

কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে
বেঁচে থাকা অনেক ভালো ।
কারন কাউকে কষ্ট দিলে জীবন
ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।

যদি হারিয়ে যাই জীবনের তরে, স্মৃতিগুলো ভুলোনা,
রেখো যতন করে, স্মৃতির মাঝে হয়তো খুঁজে পাবে আমায়,
সেদিন আর আসবোনা বিরক্ত করতে তোমায়।

প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে,
কেউ সেই কষ্ট দূর করতে পারে,
আবার কেউ পারে না, কেউ সেই কষ্টকে দূরে ফেলে,
জীবনটাকে উপভোগ করতে পারে।
আবার কেউবা সেই কষ্টকে আঁকড়ে
ধরে তিলে তিলে জীবনটাকে ধ্বংস করে।

খুব বোকা ছিলাম আমি তাইনা,
যখন তুমি বলেছিলে যে আমাকে ছাড়া
তোমার সময় গুলো কাটেনা,
সবসময় শুধু আমাকেই মিস করো,
আর আমি বোকা হয়ে তা বিশ্বাস করে যেতাম।

আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো,
ভেঙে দেয় মন অবেলায়,
একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো।
শূণ্যতায় দিন যে হারায় ।
সে কী জানে ভাংগা মনে কেউ তো
বাসেনা ভালো খুব গোপনে,
কতো যে ফাগূনে শরৎ ও বিকেলে ভিজে
শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে ।
তোমায় ছুঁয়ে ছুঁয়ে,
মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।

Sad Msg in Bengali

আমি যদি তোমার চোখের জল হতাম,
হয়তো গড়িয়ে পড়তাম,
বাট তুমি যদি আমার চোখের
জল হতে আমি কখনো কাদঁতামনা,
কেন জানো? তোমাকে হারাবার ভয়ে।

যারা খুব সহজেই মানুষকে
বেশি আপন করে নেই,
তারাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পায়।
চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পরে।

কারো মনে দিয়োনা আঘাত,
সুখী হতে পারবেনা,
ভালোবাসতে না পারো
অভিনয় করো না,
মনে রেখো কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে।

ভালোবাসার নীল দরিয়াই, উড়াইলে তুমি পাল,
সাত সাগরের মাঝে কেন, ছেড়ে দিলে হাল,
প্রেমের স্রোতে ভাসছি একা, এটাই কি মোর কপাল?

নিঝুম কেন আমার সকাল, কালো কেন রাত,
সবকিছু হারিয়ে আজ শুন্য আমার হাত,
মনের আবেগ মনে চেপে তাকাই আকাশ পানে,
ভাবি কেন হারিয়ে গেলাম মরীচিকার টানে।

আমি চাই তুমি সব সময় সুখে থাকো !
কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে !
আমি জানি,না পাওয়ার কি বেদনা ,
অনুভবও করতে পারি, একাকিত্বের যন্ত্রনা!
আমি জানি অশ্রু ভেজা নয়নে কিভাবে হাসতে হয়।
আমি কষ্টকে আপন করে নিয়েছি।
তুমি পারবেনা সহ্য করতে আমার মতন করে !
তাই তুমী সুখে থেকো,
তোমার কষ্টগুলো আমাকে দিয়ে।

যদি করো সুখের আশা করিওনা ভালোবাসা,
ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট,
ভালোবাসার শেষ ফুল, বুকে বেথা চোখে জল।

ব্যথা আমার জীবন সাথী, কষ্ট আমার আল্পনা,
দুঃখে আমি নিত্য কাদি, হৃদয় ভরা যন্ত্রনা,
দুঃখ আমার জীবন দুঃখ আমার শেষ,
তুমি বন্ধু ভালো থেকে সুখে থেকো বেশ।

আমিতো এখনো তোমায় ভালোবাসি,
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেইতো আমি সুখী,
অভিমানী বুঝলেনা তুমি তাইতো চলে গেলাম
দূরে, তোমাকে ভালো রাখতে গিয়ে.

কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে.

Bangla Very Sad SMS

বৃষ্টি ভেজা মেঘলা আমেজ আবার এলো ফিরে,
আজকের মনের স্বপ্ন বোনা শুধু তোমায় ঘিরে,
ভিড় করে অনেক গুলি স্মৃতির ভেজা পাখি,
সাড়া নেই বন্ধু তোমার হারিয়ে গেলে নাকি?

হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত,
s হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।

কষ্ট দিও তবে এতো বেশি দিও না,
যা সইবার ক্ষমতা আমার নাই,
দুঃখ দাও তবে এতো বেশি দিও না,
যা বইবার ক্ষমতা আমার নাই,
আমায় এতো বেশি কাদিও না,
যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে।

তুমি হারিয়ে গেছ তাতে কি?
তোমার মাঝে আমি এখনো
আছি, কি ভাবছো?
চোখ বন্ধ করে আমায়
অস্বীকার করতে পারবে কি?
ভালোবাসতে চেয়েছি,
ভালোবেসেছি, তুমি
ভালোবাসনি তাতে কি?

কারো মনে দিও না আঘাত,
সুখী হতে পারবে না ভালবাসতে না পারো,
অভিনয় করো না,
মনে রেখো, কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে!

দুঃখের শেষ নাই,
বিশ্বাস ছিল তো
এখন কেমন দেখায়।

আমি নির্বোধ ছিলাম,
তাই বুঝতে পারিনি
তোমাকে হারাতে গিয়ে।

বুঝতে চেয়েছি না কেন
তুমি এতো হঠাৎ হারিয়ে যাচ্ছে।

We hope have liked this Sad Quotes in Bengali & Sad Shayari in Bengali. You may also want to see our Sad Quotes in English & Sad Status in English Collection. You can also find us on Pinterest, Facebook & Instagram.

Leave a Reply